Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

সুখপুকুরিয়া ইউনিয়নের ভিতর প্রসিদ্ধ কোন দর্শনীয় স্থান লক্ষ্য করা যায় নই । তবে  ১৯৭১ সালে পাক সেনারা রামকৃষ্ণপুর গ্রামে ঘাটি করে এবং এখান কার স্থানীয় মানুষের  উপর চালায় নির্যাতন সেই সাথে শুরু হয় গণকবর দেওয়া । একাক কবরের ভিতরে আছে ৫/৭ জন করে মানুষ । এদের রামকৃষ্ণপুর গ্রামের ভিতর থেকে ধরে এনে কবর খুচে সেই কবরের ভিতর ফেলে মাটি চাপা দিয়ে রেখে মারা হত । এজন্য এখানকার এই জায়গার নাম গণকবর হিসাবে পরিচিত।

 

 

মুক্তিযুদ্ধের সময় রামকৃষ্ণপুর বাজারের পাশে গণকবর দিয়েছিল পাকসেনারা এবং পাশে তাদের ঘাটি ছিল।